আমাদের সমস্ত টুলস ও পরিষেবাগুলো কেবলমাত্র বৈধ ও অনুমোদিত কার্যক্রমে ব্যবহারের জন্য। ব্যবহারকারী কোনরকম বেআইনি বা অগ্রহণযোগ্য কাজে এটি ব্যবহার করতে পারবেন না।
আপনার টুলস অ্যাক্সেস নির্দিষ্ট সময়ের জন্য প্রদান করা হয়। একাধিক ব্যবহারকারীর মধ্যে অ্যাক্সেস শেয়ার করা বা বিক্রয় করা নিষিদ্ধ।
একবার অর্ডার কনফার্ম হলে সাধারণত রিফান্ড দেওয়া হয় না। যদি আমরা অ্যাক্সেস দিতে ব্যর্থ হই, তাহলে রিফান্ড/বিকল্প দেওয়া হবে।
আমাদের টুলস ব্যবহারের ফলে আপনার ওয়েবসাইটে SEO রেজাল্ট কেমন হবে — তার জন্য আমরা দায়ী থাকবো না।
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের কাছে সুরক্ষিত থাকবে। আমরা তা কখনো তৃতীয় পক্ষের সঙ্গে শেয়ার করবো না।
আমরা প্রয়োজনে এই শর্তাবলী পরিবর্তন করতে পারি। পরিবর্তিত নিয়মাবলী এই পেজে প্রকাশ করা হবে।
আপনার যদি কোনও প্রশ্ন থাকে, তাহলে নিচের মাধ্যমে যোগাযোগ করুন:
📧 ইমেইল: support@yourdomain.com
📞 হেল্পলাইন: +880123456789